নেত্রকোনার কলমাকান্দায় ঘরের নির্মাণাধীন বারান্দার ইটের দেওয়াল ধসে পড়ে ওমর ফারুক (২৪) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কলমাকান্দা সদর ইউনিয়নের চান্দুয়াইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওমর ফারুক সদর ইউনিয়নের কোয়ারপুর গ্রামের মো. আব্দুর রহিমের ছেলে।
পুলিশ ও স্থানীয় স‚ত্রে জানা গেছে, সদর ইউনিয়নের চান্দুয়াইল গ্রামে নতুন ভবনের নিচের বারান্দার দেওয়ালে নির্মাণ কাজ করছিলেন ওমর ফারুক। হঠাৎ নির্মাণাধীন কাজের জন্য লাগানো বাঁশের খুঁটিতে ধাক্কা লেগে ৩/৪ ফুটের উচ্চতার সদ্য গাঁথুনি দেওয়া ইটের দেওয়াল ধসে ওমর ফারুকের ওপরে পড়ে যায়। এতে ওমর ফারুক গুরুতর আহত হন। পরে অন্য নির্মাণ শ্রমিকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ ছিল না। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।