রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামালসহ ৪ চোর আটক

সম্পাদকীয় 1 month ago প্রচ্ছদ

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে চুরির সময় মালামালসহ ৩ চোরকে হাতেনাতে আটক করেছে রামপাল থানা পু্লিশ। 


মঙ্গলবার (৪ জুলাই) রাত ২টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে বিএফসিএল এর নির্মাণাধীন অডিটোরিয়ামের উত্তর দিকের  ওয়াচ টাওয়ার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতদের বাগেরহাটের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আরম।


গ্রেফতার কৃতরা হলো, ফকিরহাট উপজেলার শুভদিয়া গ্রামের আবু জাফরের ছেলে পারভেজ শেখ (২৪), মৃত আবু জাফরের ছেলে সালাম শেখ (৩৫) মো. ইয়ামিন শেখের ছেলে ধলু শেখ (২৪) ও ওমর আলী শেখের ছেলে শুকুর শেখ (২২) । এ সময় চোরদের জিম্মায় থাকা ৪০ কেজি তামার তার, বিভিন্ন প্রকারের পাইপ ও লোহার ২০০ কেজি মালামাল উদ্ধার করা হয়।


তাপবিদ্যুৎ কেন্দ্রের সিকিউরিটি ইন-চার্জ মো. মনিরুল ইসলাম জানান, রাত ২টার দিকে একদল চোর তামার তারসহ মালামাল নেওয়ার চেষ্টা করছিল।পুলিশ তাদের হাতেনাতে আটক করে।


এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম বলেন, দীর্ঘ দিন ধরে একটি চোর সিন্ডিকেট তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে চুরি করে আসছিল। আমি দায়িত্ব নেয়ার পর তাপবিদ্যুৎ কেন্দ্রের চারিপশে নজরদারী বৃদ্ধি করি। কারা কারা এই চুরির সাথে জড়িত তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করি। এদের শেল্টারদাতা ও গডফাদারদের চিহ্নিত করার চেষ্টা করছি।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব