স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ
রাজবাড়ীতে সাংবাদিক পরিচয়ে মাদক ব্যবসা করতে গিয়ে ডিবির হাতে আটক হলেন কুষ্টিয়ার সাংবাদিক ও তার সহযোগী। ওইসময় তাদের কাছ থেকে সাতত্রিশ হাজার পাঁচশত টাকার পনেরো বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ধর্মদহ গ্রামের এবিএম গোলাম মোস্তফার ছেলে আবু সাইদ বিন মোস্তফা(২৫), একই থানার গোড়লা গ্রামের মোঃ মোয়াজ্জেম ইসলামের ছেলে মোঃ সুমন ইসলাম(২৫)।
শনিবার (১৩মে) জেলা গোয়েন্দা শাখা ডিবি'র অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে অফিসার সঙ্গীয় ফোর্সের সদস্যরা সদর থানার সজ্জনকান্দার হোটেল পার্ক (আবাসিক হোটেল) এর সামনে পাকা রাস্তার উপর থেকে ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করে।
ওইসময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত প্রেস স্টিকার লেখা একটি HERO HUNK মোটর সাইকেল, আবু সাইদ বিন মোস্তফা এর নামে দৈনিক সন্ধ্যা বাণী পত্রিকার PRESS লেখা আইডি কার্ড জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে সাংবাদিক রুপি মাদক ব্যবসায়ি আবু সাইদ বিন মোস্তফা বলেন, তিনি এই পরিচয়ের আড়ালে দীর্ঘদিন যাবৎ মাদকব্যবসা করে আসছিল বলে স্বীকার করেন।
এ সংক্রান্তে সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। জেলা পুলিশ সব সময়ই জনগনের পাশে আছে।