ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সম্পাদকীয় 1 month ago প্রচ্ছদ

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে সিনথিয়া নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 


মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বদরপুর  ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রায়রাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু সিনথিয়া ঐ এলাকার মো. সিদ্দিকের মেয়ে।  


জানা যায়, সকালের  দিকে শিশু সিনথিয়ার  মা রোজিনা বেগম ঘরে রান্নার কাজ করছেন। তখন তার সাথে সিনথিয়া ছিলেন হঠাৎ করে দেখেন তার কাছে সিনথিয়া নেই। পরে খোঁজাখুজি করে দেখেন পার্শ্বের পুকুরে শিশু সিনথিয়া  ভাসতেছে পরে তার মা ডাক  চিৎকার  দিয়ে সিনথিয়াকে   উদ্ধার করে, পরে তার স্বজনরা তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানের চিকিৎসক শিশু সিনথিয়ার শারীরিক অবস্থা পর্যক্ষেণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।


এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কোনো অভিযোগ না থাকায় লাশ ওই শিশুর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব