ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাহিদুজ্জামান বিপিএম-সেবা এর দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্ত্বাবধানে, ভোলার দৌলতখানে ২৫০ (দুইশত পঁঞ্চাশ) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ নাসির (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশ ।
মঙ্গলবার (২২ আগস্ট) রাত ১০টার সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা এসআই মোঃ হাফিজুর রহমান, সংগীয় অফিসার ও ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নে একটি নির্মানাধীন বিল্ডিংয়ের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত নাসির দৌলতখান উপজেলার চরখলিফা ০৮নং ওয়ার্ডের মৃত দিল মোহাম্মদের ছেলে।
আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।