রাজধানীতে অভিযান চালিয়ে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ সাতজনকে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ। সেই সঙ্গে তাদের কাছ থেকে বিভিন্ন চোরাই মালামালও করা হয়েছে।
শনিবার (২৬ আগস্ট) রাত ২টায় ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপির মিডিয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়, লালবাগসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় দিনে-দুপুরে বাসাবাড়িতে সিঁধেল চুরিতে জড়িত দুর্র্ধষ চোর চক্রের সাতজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে চুরি মামলায় এক অভিযোগকারীর ল্যাপটপ ছাড়াও চুরি যাওয়া নগদ ৬ হাজার টাকা, মোবাইলসহ অন্যান্য মোট ৪৮টি বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের চোরাই ল্যাপটপ এবং চোরাই ল্যাপটপ বেচাকেনার মোট ৬ লাখ ২৪ হাজার টাকা জব্দ করা হয়েছে।
এ বিষয়ে রোববার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাফর হোসেন সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন বলেও ডিএমপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।