ল নিউজ ২৪.কম: বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হলেন অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান। বুধবার (২০ জুলাই ) বাংলাদেশ বার কাউন্সিলের ভারপ্রাপ্ত সচিব মো: আফজাল উর রহমান এক প্রেস বিলিজে এটা জানান।
প্রেস রিলিজে বলা হয়- বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নী জেনারেল এম আমিন উদ্দিন সভাপতিত্বে সৈয়দ রেজা উর রহমানকে ভাইস চেয়ারম্যান করা হয়। এছাড়া জনাব মোখলেসুর রহমানকে চেয়ারম্যান এক্সকিউটিভ কমিটি, জনাব রবিউল আলম বুদু চেয়ারম্যান ফাইন্যান্স কমিটি এবং জনাব আব্দুল বাতেনকে লিগ্যালএডুকেশন কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
তাছাড়াও জনাব এহরামুল হককে ল রিফর্ম কমিটি,জনাব এ এফএম রুহুল আমিন চৌধুরী( মিন্টু) কে হিউম্যানরাইডস এন্ড লিগ্যাল এইড কমিটি, জনাব আনিস উদ্দিন আহমেদ শহিদ কে হাউজ কমিটি, জনাব জালাল উদ্দিন খান কে রিলিফ কমিটি, জনাব আব্দুর রহমানকে রোল এন্ড পাবলিকেশন্স কমিটি, জনাব সাইদ আহমেদ ( রাজা) কে কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।