বগুড়ায় জাল টাকা ব্যাবসায়ী র‍্যাবের হাতে আটক

সম্পাদকীয় 2 months ago প্রচ্ছদ

গোপন সংবাদের ভিত্তিতে  তাঁকে বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ এলাকায় অভিযান চালিয়ে রনজিত সচিন চন্দ্র নামে এক  জাল টাকা ব্যাবসায়ী র‍্যাবের  হাতে আটক  করে র‌্যাব। 


গত মঙ্গলবার (৭ জুন) র‍্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।


রনজিত সচিন চন্দ্র (৪৪) গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের রথবাজার মাঝিপাড়া গ্রামের মৃত রাস মহন্তের ছেলে। রনজিত পেশায় একজন কামাড় ছিলেন। 


জানাযায় ,রনজিত চন্দ্রের নিকট থেকে ৫ শত ও ১শত টাকা মূল্যমানের ৫০ হাজার ১ শত টাকার জাল নোট পাওয়া যায়।  রনজিত দীর্ঘদিন থেকে বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়া ও জাল নোট তৈরি ও ব্যবসার সঙ্গে জড়িত। 


 রনজিত গাইবান্ধায় একাধিক মামলার আসামি এবং গত আনুমানিক ১০-১৫ দিন হলো জেল থেকে জামিনে মুক্তি পেয়ে আবারো র‍্যাবের হাতে ধরা পড়লো।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব