গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ এলাকায় অভিযান চালিয়ে রনজিত সচিন চন্দ্র নামে এক জাল টাকা ব্যাবসায়ী র্যাবের হাতে আটক করে র্যাব।
গত মঙ্গলবার (৭ জুন) র্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
রনজিত সচিন চন্দ্র (৪৪) গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের রথবাজার মাঝিপাড়া গ্রামের মৃত রাস মহন্তের ছেলে। রনজিত পেশায় একজন কামাড় ছিলেন।
জানাযায় ,রনজিত চন্দ্রের নিকট থেকে ৫ শত ও ১শত টাকা মূল্যমানের ৫০ হাজার ১ শত টাকার জাল নোট পাওয়া যায়। রনজিত দীর্ঘদিন থেকে বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়া ও জাল নোট তৈরি ও ব্যবসার সঙ্গে জড়িত।
রনজিত গাইবান্ধায় একাধিক মামলার আসামি এবং গত আনুমানিক ১০-১৫ দিন হলো জেল থেকে জামিনে মুক্তি পেয়ে আবারো র্যাবের হাতে ধরা পড়লো।