শরীয়তপুর জেলায় গোসারহাট উপজেলা কোদালপুর ইউনিয়ন ছৈয়াল কান্দি গ্রামের মনির বেপারি (৪৫) নামে এক ব্যাক্তি খুন হয়েছে।
শনিবার ( ১৯ আগস্ট) এ ঘটনা ঘটে। নিহতের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে গোসারহাট থানায় (৯) জন আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় পুলিশ সাত জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত মনির একই গ্রামে ইসমাইল বেপারি ছেলে।
গ্রেপ্তারকৃতরা হলেন শুক্কির আলী বেপারী (৪৫) আশিক বেপারী (২৭) রফিক বেপারী (২৯) খালেক বেপারী (৩৭) শহিদ বেপারি (৫৮) লিটন মুস্নী (৪০) হোসেনা বেগম (৩৫)
স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার রাতে ছৈয়াল কান্দি গ্রামে শহিদ বেপারি স্ত্রী ফিরোজা বেগমের সাথে জুতা হারানো কে কেন্দ্র করে একই বাড়ির মনিরের স্ত্রী নাজমা বেগমের সঙ্গে ঝগড়া হয়। শনিবার রাতে ১১ টার সময় ঝগড়া মিমাংসা করার জন্য গ্রামে সালিশ আয়োজন করা হয়। ঘটনা স্থানে দু'পক্ষের কথার কাটাকাটিয়ে এক সময় হাতাহাতি শুরু হয়। দুই পক্ষে ঝগড়া তুমুল আকারে বেড়ে যায় । তখন মনির বেপারি লক্ষে করে লোহার রড ঢুকিয়ে দেয় আশিক বেপারি। রড ঢুকানো অবস্থা এলাকায় লোকজন গোসারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের ভর্তি করলে কর্তব্যরত অবস্থা ডাক্তার মৃত্যু ঘোষণা করেন।
এই ঘটনা সাত জন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।গোসারহাট থানার ওসি (তদন্তে) ওবায়েদুল বলেন আমরা এজাহারভুক্তনয় জন আসামি গ্রেপ্তার করেছি এবং বাকি আসামিদেরগ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।