মাদারীপুরে গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও সরঞ্জাম বিতরণ

সম্পাদকীয় 2 weeks ago প্রচ্ছদ

মোঃ বোরহান, মাদারীপুর !

মাদারীপুর  ২০২২-২৩ অথ`বছরে জেলায় কর্মরত ৫২৯ জন গ্রাম পুলিশ ( দফাদার বা মহল্লাদার) মাঝে পোশাক ও সরঞ্জাম বিতরণ করা হয় ।


বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ পোশাক ও সরঞ্জাম বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।


মাদারীপুর স্থানীয়  সরকার  অধিকদপ্তরে উপ - পরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মারুফুর রশিদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) পল্লব কুমার হাজরা মাদারীপুর সদর উপজেলা  নিবাহী অফিসার মাইনউদ্দিন, জেলা নেজারত ডেপুটি কালেষ্টর ( এনডিসি) সেবক মন্ডল প্রমুক এসময় জেলা প্রশাসক গ্রাম পুলিশের সঠিক ভাবে দায়িত্ব পালনের আহ্বান  জানায়। তিনি আর বলেন গ্রাম আদালত মাধ্যমে অনেক মামলা নিস্পতি হয়।


অনুষ্ঠান শেষে গ্রাম পুলিশে মাঝে  পোশাক ও অন্যান্য সরঞ্জাম বিতরন করা হয়।নতুন পোশাক পেয়ে আনন্দিত গ্রাম পুলিশ।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব