নলছিটিতে ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

সম্পাদকীয় 2 months ago প্রচ্ছদ

ঝালকাঠির নলছিটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মূল্যতালিকা না থাকায় এ জরিমানা করা হয়। 


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়।


রবিবার (১১জুন) বিকেলে উপজেলার পৌর এলাকার বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় লঞ্চঘাট সংলগ্ন জলিল ষ্টোর কে মূল্য তালিকা না থাকায় ২ হাজার টাকা ও বিজয় উল্লাস চত্বরে দুই ব্যবসায়ীকে  ১ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 


সহকারী কমিশনার (ভূমি)  সমাপ্তি রায় বলেন, নিয়মিত মোবাইল কোর্টের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় সাথে ছিলেন পেশকার মো. মাইনুল ইসলাম সাইমুন প্রমুখ।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব