সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আবু বকর সিদ্দিকীকে আইন কমিশনারের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২৯ জানুয়ারি) আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়।
যুগ্ন সচিব ( ড্রফট/প্রাশাসন) মো.মনিরুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়. আইন কমিশনার আইনের ক্ষমতাবলে সরকার বাংলাদেশে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. আবু বকর সিদ্দিকীকে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য আইন কমিমনের সদস্য পদে নিয়োগ করেছে।
এ পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের প্রাপ্য বেতন, ভাতা ও অনান্য সুবিধা প্রাপ্ত হবেন।
বিচারপতি আবু বকর সিদ্দিকী ১৯৫৪ সালের ২৯ জুলাই জন্মগ্রহন করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৯ সালে বিএসসি ও এলএলবি পাস করে কুষ্টিয়া বার অ্যাসোসিয়েশনে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। পরে তিনি ১৯৮০ সালে জুডিসিয়াল সার্ভিসে মুন্সেফ হিসেবে যোগদান করেন।
১৯৯৭ সালে জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি পান। ২০০৯ সালে হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং ২০১১ সালে হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন।
তিনি জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মশালায় আংশ নিয়েছেন।
বিচারপতি আবু বকর সিদ্দিকীর বড় ভাই ( বর্তমান প্রধান বিচারপতি) হাসান ফয়েজ সিদ্দিকী।