রাজবাড়ীতে আটককৃত প্রতারকের বিরুদ্ধে মামলা দায়ের

সম্পাদকীয় 5 months ago প্রচ্ছদ

স্বপন বিশ্বাস, 

রাজবাড়ী জেলা প্রতিনিধি,

রাজবাড়ীতে পুলিশের এসআই পরিচয় দিয়ে প্রতারণাকারী জাহিদুল ইসলাম জিল্লু ধরা পড়েছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে ।


মঙ্গলবার (৭ই মার্চ) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে ধরা পরে জাহিদুল ইসলাম জিল্লু ।


জানা যায়, প্রতারক জিল্লু বিভিন্ন থানা ও অফিসে ফোন দিয়ে তদবির করত, এলাকায় নিজকে সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে নানাভাবে প্রতারণা করত।


যেভাবে ধরা খেলেন প্রতারক, পুলিশের কাছে এসে নিজেকে বিআরটিএ এর ইন্সপেকটর পরিচয় দিতে গিয়েই বাধে বিপত্তি। তার পোস্টিং কোথায় জানতে চাইলে জানায় ফরিদপুর , সেখানে খোঁজ নিয়ে জানা যায় এই নামে কোন ইন্সপেক্টর নেই, পরে তার পকেট তল্লাশী করে পুলিশের এসআই এর একটি আইডি কার্ড পাওয়া যায়।


গ্রেফতারকৃত প্রতারক জেলার মাঝবাড়ী ইউনিয়নের মোহনপুর গ্রামের ছেলে।


তার বিরুদ্ধে কালুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


এই প্রতারকের  দ্বারা কেউ প্রতারিত হয়ে থাকলে নিকটস্থ থানায় অভিযোগ দেয়ার জন্য বলেন জেলা গোয়েন্দা ডিবি। 

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব