বাগেরহাটে ভোক্তা অধিকার ও র‌্যাবের যৌথ অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা

সম্পাদকীয় 2 months ago প্রচ্ছদ

বাগেরহাটের ফকিরহাটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানে নিউ ভিভো আইসক্রিম তৈরির মালিককে ৪০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্টানটি সিলগালা করা হয়েছে। 


সোমবার (১৯ জুন ) দুপুরে বাগেরহাটের ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় এ অভিযান পরিচালিত হয়।


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ তথ্য নিশ্চিত করে জানান, আইসক্রিম তৈরির কারখানার কোন বি এস টি আই এর অনুমোদন না থাকায় নিউ ভিভো আইসক্রিম তৈরির কারখানাকে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা ও অনুমোদনহীন আইসক্রিম ও আইসক্রিম তৈরির মালামাল ঘটনাস্থলে ধ্বংস করে প্রতিষ্টানটিকে সিলগালা করা হয়েছে।


অভিযোনে র‌্যাব-৬ এর সদর কোম্পানির স্কট কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ রাসেলের নেতৃত্বে র‌্যাব-৬ এর একটি আভিধানিক দল উপস্থিত ছিলেন।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব