বান্দরবানে প্রায় ১০০ লিটার দেশি মাদকদ্রব্য ধ্বংস।

সম্পাদকীয় 1 month ago প্রচ্ছদ

মোহাম্মদ নাসির উদ্দীন তিজো, বান্দরবান প্রতিনিধি: 

বান্দরবান আদালত চত্বরে প্রায় ১০০ লিটার দেশি মাদকদ্রব্য ধ্বংস করা হয়।


সোমবার (১০জুলাই)  বিকেলে আনুমানিক ৪টায় সময় বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমানের নির্দেশনায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইন এর উপস্থিতিতে এই মাদকদ্রব্য ধ্বংস করা হয়।


আদালত সূত্রে জানা যায়, বান্দরবান সদর থানার জব্দকৃত ১টি মামলায় দেশি তৈরি চোলাই মদ ১০০লিটার আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস করা হয়! যার আনুমানিক মূল্য  প্রায় ৪০ হাজার টাকা ।


এসময় উপস্থিত ছিলেন, কোর্ট পরিদর্শক মোঃ এ,কে ফজলুল হক , তদন্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম, মালখানা ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই প্রিয়েল পালিত, জি আরও বিশ্বজিৎ, পুলিশ সদস্য  সাদেক ও  উপস্থিত সাংবাদিকবৃন্দ ।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব