আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতে ২ লাখ টাকা অর্থদণ্ড

সম্পাদকীয় 2 months ago প্রচ্ছদ

নওগাঁর আত্রাইয়ে মনিয়ারি ইউনিয়ন চেয়ারম্যান সম্রাট হোসেনের ভাই ভাই ট্রেডার্সকে (পুরাতন ব্যাটারি গলিয়ে শিশা বের করার কারখানায়) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।


সোমবার (১৯ জুন) দুপুরে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের ভোঁপাড়া গ্রামের পার্শ্বে রাস্তা সংলগ্ন স্থানে ওই কারখানায় এই অভিযান চালেনো হয়। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে এ দণ্ডাদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার দাস।


তিনি জানান, পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে এলাকাবাসীর এমন অভিযোগের প্রেক্ষিতে সোমবার দুপুরে ওই কারখানায় অভিযান চালাই। অভিযানকালে ১ প্লেট শিশা ৫টি পুরাতন ব্যাটারি জব্দ করা হয়। সেইসঙ্গে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ধারা ১৫(১)-এর ৬ ধারায় দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক মলিন মিঞা ও পরিদর্শক উত্তম রায় উপস্থিত ছিলেন।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব