স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড

সম্পাদকীয় 6 months ago প্রচ্ছদ

রাজধানীর মিরপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামী শাহীনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।


সোমবার (১৩ জানুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। পাশাপাশি এক লক্ষ টাকা জরিমানা করেন।


রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।


এদিন কারাগারে আটক থাকা আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর তার উপস্থিতিতে আদলত এ রায় ঘোষণা করেন। রায় শেষে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠান। 


মামলার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৯ মে যৌতুক না দেওয়ায় স্ত্রী রিভাকে হত্যা করেন শাহিন। এ ঘটনায় ভুক্তভোগীর মা সহিদা বেগম বাদী হয়ে ‍মিরপুর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় তদন্ত শেষে ডিবি পুলিশের পরিদর্শক এম এ রাহী আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ২০২১ সালের ৬ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। 


মামলার বিচার চলাকালে চার্জশিটভুক্ত ২২ সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করে ট্রাইব্যুনাল।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব