ল নিউজ ২৪.কম:২৩ তম প্রধান বিচারপতি হিসাবে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে নিয়োগ দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ। এ বিষয়ে গেজেট প্রকাশ করবে আইন মন্ত্রনালয়।
সৈয়দ মাহমুদ হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
১৯৫৬ সালের ২৬ সেপ্টেম্বর জন্ম গ্রহন করেন। তার পিতা আবদুর গফুর মোল্লা ও মাতা নুরজাহান বেগম। ১৯৭২ সালে খোকসা জানিপুর পাইলট হাইস্কুল থেকে এসএসসি পাস করেন। ১৯৭৪ সালে সাতক্ষীরার সরকারী পিসি কলেজ খেকে আই এসসি পাস করেন এবং বিএ পাশ করেন সাতক্ষীরার সরকারী কলেজ হতে আর এম এ পাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান হতে। পরে ধানমন্ডি ল কলেজ থেকে এলএলবি পাস করেন।
১৯৮১ সালে ঢাকা জজকোর্টে আইন পেশায় যোগ দেন । ১৯৮৩ সালে হাইকোর্টে এবং ১৯৯৯ সালে আপিল বিভাগের আইনজীবী হিসাবে অন্তভূক্ত হন। ২০০৯ সালে হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসাবে নিয়োগ পান। আর ২০১৩ সালের ২৮ মার্চ আপীল বিভাগের বিচারপতি হিসাবে নিয়োগ পান।