রাজধানীতে অভিযান চালিয়ে শিশুধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক তরিকুল ইসলাম (২৭) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (৩১ মে) রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১ জুন) র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
এএসপি ফজলুল হক জানিয়েছেন, ২০২১ সালের ৩০ জুন ১১ বছর বয়সী এক কন্যাশিশুকে বাসার সামনে খেলা করার সময় আসামি তরিকুল অপহরণ করেন। পরে শিশুটির পরিবার তরিকুলসহ তার সহযোগীদের বিরুদ্ধে ডিএমপির গুলশান থানায় অপহরণ মামলা করেন। পরবর্তীকালে পুলিশ শিশুটিকে গাজীপুর এলাকা থেকে উদ্ধার ছাড়াও আসামি তরিকুলকে গ্রেফতার করে।
ওই মামলায় ১৬ মাস কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে সাজা থেকে বাঁচতে পলাতক ছিলেন তরিকুল। এর মধ্যেই মামলাটির বিচারিক কার্যক্রম শেষে তাকে যাবজ্জীবন সশ্রম কারাণ্ডসহ ১ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।
র্যাবের এই কর্মকর্তা জানান, গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়াতে দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন তরিকুল। গ্রেফতারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।