বান্দরবানে গ্রেফতারকৃত দুই জঙ্গির তিনদিনের রিমান্ড মঞ্জুর

সম্পাদকীয় 6 months ago প্রচ্ছদ


এম.নাসিরউদ্দিন তিজো,

বান্দরবান জেলা প্রতিনিধিঃ

   বৃহস্পতিবার ১৬(ফেব্রুয়ারি)বেলায় ১২টায় দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী)আদালত, বান্দরবান এর দায়িত্ব সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক এ.এস.এম এমরান এর উপস্থিতিতে ০৬ জঙ্গিকে আদালতে হাজির করা হয়েছে। এসময়ে উপস্থিত ছিলেন সদর কোর্ট পরিদর্শক মোঃ আব্দুল মজিদও সকল পুলিশ সদস্যবৃন্দ প্রমুখ! সূত্রে জানা যায় বান্দরবান রুমা থানার বিগত ২২/১/২৩ ইং তারিখে সন্ত্রাসী জঙ্গিদের বিরুদ্ধে মামলার দায়ের করার ০৬ জঙ্গিকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে আটক রাখানোর হয়েছে।


অদ্য ১৬ফেব্রুয়ারি বৃহস্পতিবার কোর্ট ধার্য্য তারিখ থাকায় দুই মামলার ০৬ জঙ্গিকে আদালতে হাজির করার জন্য আনা হয়েছে। আদালত নির্দেশনায় ০৬ জঙ্গিকে রাস্ট্র পক্ষে সাত দিন রিমান্ড এর জন্য আবেদন করিলে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ,এস,এম এমরান মাসুকুর রহমান ,  রনবীর মাসুদ ও আবুল বশার মৃদা আলম এই গ্রেফতারকৃত দুই জঙ্গিকে তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন ও অনন্য অনুপস্থিত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারের পরোয়ানা আদেশ দেন।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব