বোরহান, মাদারীপুর প্রতিনিধিঃ
"রুখবো দুর্নীতি, গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ" এই স্লোগানে মাদারীপুরে সেবা বঞ্চিত ও হয়রানির শিকার নাগরিকদের নিয়ে সরাসরি অভিযোগের জন্য গণশুনানির আয়োজন করা হয়েছে।
বুধবার (২৩ আগষ্ট) সকালে মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ গনশুনানির আয়োজন করে দুদক।
দুর্নীতি দমন কমিশনার (দুদক) সচিব মোঃ মাহবুব হোসেন বলেছেন, দুর্নীতি দমন এবং প্রতিরোধের বিষয়ে গণশুনানি হলো দুর্নীতি দমনের লক্ষ্যে সকল জনগণ তথা নাগরিক কে সম্পৃক্ত করা তাদের সচেতনতা বৃদ্ধি করা এবং নাগরিক সম্পৃক্ত ছাড়া শুধু আইন দিয়ে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব নয় এই বিষয়কে সামনে রেখে আজকের গণশুনানি করা। আজকে আপনাদের একটি মেসেজ দিতে চাই, আমাদের সংবিধানে একটি বিধান রয়েছে, অসুদাপায়ে উপার্জিত অর্থ যেন যাতে কেউ ভোগ করতে না পারে রাষ্ট্র সে ব্যবস্থা গ্রহণ করবেন। আর সে লক্ষ্যে কমিশন (দুদক) কাজ করে যাচ্ছে। কাজেই কেউ যদি ঘুষ অনিয়ম ও নিয়মের ব্যর্তয় কর করতে চান তাহলে তার ফল ভোগ করতে হবে। গণশুনানির অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি আরোও বলেন, এছাড়াও পদ্মা সেতু জমি অধিগ্রহণ নিয়ে দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন দুদক সচিব।
অনুষ্ঠানে মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান এর সঞ্চালনা ও সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুদক মহাপরিচালক মোঃ আক্তার হোসেন, পরিচালক মোঃ মোরশেদ আলম, মাদারীপুর জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জামান মিয়া, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মোস্তফা হোসেন হাওলাদার, মাদারীপুর জেলা দুদক উপ পরিচালক মোঃ আতিকুর রহমান, সরকারি দপ্তরের দপ্তর প্রধান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দুদকের গণশুনানিতে স্বাস্থ্য, সড়ক ও জনপথ, পিডব্লিউডি, সমাজসেবা, সমবায়, মাধ্যমিক শিক্ষা, উপানুষ্ঠানিক শিক্ষা, পাসপোর্ট, জেলা পুলিশ, জেলা রেজিষ্ট্রার, বিআরটিএ, আয়কর ও ভূমি অফিস সহ ৩৮টি দপ্তরের ১০৭টি অভিযোগ শুনানি করা হয়।
"রুখবো দুর্নীতি, গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ" এই স্লোগানে মাদারীপুরে সেবা বঞ্চিত ও হয়রানির শিকার নাগরিকদের নিয়ে সরাসরি অভিযোগের জন্য গণশুনানির আয়োজন করা হয়েছে।