বগুড়া শাজাহানপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুই জন কারাগারে

সম্পাদকীয় 5 months ago প্রচ্ছদ

মোঃ শিবলু রহমান ,

শাজাহানপুর(বগুড়া) থেকে,

বগুড়ার শাজাহানপুরে এক গৃহবধূকে (১৮) ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করার পরপরই গৃহবধূর চাচা উজ্জ্বল (৩০) ও গৃহবধূর ফুফাতো ভাই নয়নকে(২৫) গ্রেপ্তার করেছে শাজাহানপুর থানা পুলিশ।


আজ রবিবার (১২ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে শাজাহানপুর থানা পুলিশ।


এজাহার সূত্রে জানা যায়, গত ০৭ই মার্চ রাতে চাচা ও ফুবাতো ভাইয়ের ধর্ষণের শিকার হন ওই তরুণী গৃহবধূ। পরে ০৯ই মার্চ রাতে আবারো ফুফাতো ভাই নয়নের দ্বারা ধর্ষণ শিকার হয় ওই তরুণী।পরদিন ভয়ভীতি ও তরুণীর স্বামীকে মেরে ফেলার হুমকি দেখিয়ে অভিযুক্তরা আবারো তাকে ধর্ষণ করার চেষ্টা করেন বলে মামলার এজহারে উল্লেখ আছে। এ ঘটনায় গতকাল শনিবার রাতে তরুণী বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন।


থানার অফিসার্স ইনচার্জ ওসি আব্দুল কাদের জিলানী জানান, মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে ।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব