গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে ৪৪০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারি ও তার পাঁচ সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব-১।
শনিবার (১৯ আগস্ট) বিকেলে তাদেরকে মাদকসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন—সবুজ (২৯), রাকিব (৩০), আকাশ (১৯), সাকিব (২৪), গোপী মন্ডল (৩২) ও রুহুল আমিন (২৫)।
রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা।
তিনি জানান, গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানার বেক্সিমকো রোডস্থ বেপারী বাড়ি এলাকায় কিছু লোক ফেনসিডিল বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় তাদেরকে ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। তাদেরকে গ্রেফতারের সময় ৪৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়াও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, ১২টি মোবাইল ফোন, এটিএম কার্ড এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৮৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, তারা ঝুট ব্যবসায়ী পরিচয়ে বর্তমান ঠিকানায় বাসা ভাড়া নেয়। ঝুট ব্যবসায়ের আড়ালে তারা বিভিন্ন স্থানে ফেনসিডিল পরিবহন করে দেশের বিভিন্ন এলাকায় খুচরা মাদক কারবারিদের কাছে সরবরাহ করত। তারা ফেনসিডিল পরিবহন করে ঢাকা এবং গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা মাদক কারবারিদের কাছে সরবরাহ করতেন। তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।