ল নিউজ ২৪ ডট কম: বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর অনুপস্থিতিতে আপিল বিভাগের বিচারপতি মো: নূরুজ্জামান প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন।
রোববার ( ২৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল মো: গোলাম রব্বানী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন- প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২৫ শে সেপ্টেম্বর থেকে ১০ শে অক্টোবর পর্যন্ত সিঙ্গাপুরে অবস্থান করবেন। এ সময় আপিল বিভাগের বিচারপতি মো: নূরুজ্জামান প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন।