রাজধানীতে বিপুল পরিমাণ বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সম্পাদকীয় 2 weeks ago প্রচ্ছদ

রাজধানীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, বিদেশি মদসহ আব্দুর রাজ্জাক শিকদার (৪৪) এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১। এ সময় তাদের কাছ থেকে ১২০ (১২০ লিটার) বোতল বিদেশি মদ, দুটি মোবাইল ফোন, ৬৫০ টাকা ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।


শুক্রবার (১১ আগস্ট) বিকেলে রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।


গ্রেফতারকৃত রাজ্জাকের গ্রামের বাড়ী পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার রানীপুর গ্রামে। তার বাবা মৃত জালাল শিকদার। তিনি ঢাকার তেজগাঁও এলাকার আজরতপাড়ায় থাকতেন।


রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা। তিনি জানান, বিকেলে খবর আসে যে, অজ্ঞাত কতিপয় মাদক ব্যবসায়ী প্রাইভেটকার যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য বহন করে গুলশান এলাকা থেকে খিলক্ষেতের পূর্বাচলগামী ৩০০ফিট রোড দিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবে। এমন সংবাদের ভিত্তিতে কুড়িল থেকে পূর্বাচলগামী ৩০০ফিট রোডের বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের গেইট এলাকায় নির্মাণাধীন ফুটওভার ব্রিজের নীচে চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল­াশি চালানো হয়। এসময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য বিদেশি মদসহ মাদক।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তিনি দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় যানবাহন ব্যবহার করে কৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন প্রকারের অবৈধ মাদকদ্রব্য বিদেশি মদ পরিবহণ করে বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিলেন।


উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। 


Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব