রাজবাড়ীতে ৩১টি হারানো মোবাইল উদ্ধার

সম্পাদকীয় 5 months ago প্রচ্ছদ

স্বপন বিশ্বাস, 

রাজবাড়ী জেলা প্রতিনিধি,

রাজবাড়ীতে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৩১টি মোবাইল ফোন উদ্ধার করে  মোবাইল মালিকের কাছে হস্তান্তর  করা হয়েছে।  


বৃহস্পতিবার (৯মার্চ) এসপি অফিসের সম্মেলন কক্ষে রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এক সংবাদ সম্মেলনে এই সব তথ্য জানান। তিনি আরোও বলেন হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পাওয়ার আনন্দ আকাশের চাঁদ পাওয়ার মত।


হারানো মোবাইল ফোন হাতে পেয়ে খুশি হয়ে মোবাইল ফোন মালিকরা রাজবাড়ীর পুলিশদের  ধন্যবাদ জানায়।


মোবাইল হারিয়ে গেলে জিডি করলেও কেউ কোন খোজ খবর রাখেনা, এই ধরনের মোবাইল গুলো লংটাইম ব্যবহার না করলেও একটা সময়ের পর দেখা যায় দেশের বিভিন্ন অঞ্চলে ব্যবহার হচ্ছে, তখন পুলিশ অক্লান্ত পরিশ্রম করে এইসব মোবাইল উদ্ধার করে ও মালিকের কাছে হস্তান্তর  করে।


সংবাদ সম্মেলনে  জনগনের সতর্ক ও সচেতন হওয়ার কথা বলেন, একই সাথে পুলিশের সেবা নেওয়ার কথা বলেন পুলিশ সুপার।


ওই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন (প্রশাসন ও অপরাধ), অতিরিক্ত পুলিশ  সুপার রেজাউল করিম। এছাড়াও পুলিশের বিভিন্ন কর্মকর্তাসহ সাংবাদিকগন।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব