নওগাঁয় অপহরণের ২৪ ঘন্টার মধ্যে অপহরণকৃত দুই ছাত্রকে উদ্ধার করেছে র‌্যাব

সম্পাদকীয় 2 months ago প্রচ্ছদ

নওগাঁ সদর থানার কীর্ত্তিপুর এলাকা হতে অপহরণের শিকার দুই ছাত্রকে উদ্ধারসহ অপহরণকারী দলের মূলহোতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।


গ্রেপ্তারকৃত অপহরণকারী হলেন সদর থানার কীর্ত্তিপুর এলাকার শহিদ হোসেনের ছেল রাকিব হোসেন (২৮) এবং একই এলাকার পলাতক আসামি লিটন সরদার (২৩)। 


শনিবার ২৪ জুন সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার ২৩ জুন দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে অভিযানটি পরিচালনা করা হয়।


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার মান্দা থানার আতিকুর রহমান (১৮) ও আহসান হাবিব (১৮) নামের দুই কলেজ ছাত্র শুক্রবার সদর থানার কীর্ত্তিপুর এলাকায় ঘুরতে আসে। বিষয়টি জানতে পেরে আসামি রাকিব ও  লিটন তাদেরকে নির্জন স্থানে নিয়ে যায়। এরপর ভয়ভীতি দেখিয়ে তাদের নিকট থাকা মোবাইল ও টাকা পয়সা নিয়ে নেয়। আসামিরা মুক্তিপণ আদায়ের জন্য তাদের পরিবারকে ফোন করলে পরিবার বিকাশের মাধ্যমে ২ হাজার টাকা পাঠায়। পরবর্তীতে তারা মুক্তিপণ আদায়ের জন্য আরো টাকা পাঠাতে বলে তা না হলে প্রাণনাশের হুমকি দেয় পরিবারকে। এরপর ভিকটিমের পরিবার র‌্যাব ক্যাম্পে অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মো: রফিকুল ইসলাম এর নেতৃত্বে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কীর্ত্তিপুর এলাকা থেকে অপহরণকারী রাকিব হোসেনকে গ্রেপ্তার করা গেলেও তার সহযোগী লিটন সরদার পালিয়ে যায়। এসময় সেখান থেকে অপহরণের শিকার দুই ছাত্রকে উদ্ধার করে  তার অবিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ধৃত ও পলাতক আসামির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপহরনের ২৪ ঘন্টার মধ্যে অপহরণের শিকার দুই ছাত্রকে উদ্ধার করে অপহরণের মূলহোতা রাকিবকে গ্রেপ্তার করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব