চুরির অপবাদ দিয়ে তিন শিশুকে মারধর ও মাথর চুল কেটে নির্যাতন মামলায় গোপালদীর মেয়রের জামিন

সম্পাদকীয় 6 months ago প্রচ্ছদ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চুরির অপবাদ দিয়ে তিন শিশুকে মারধর ও মাতার চুল কেটে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় গোপালদীর মেয়র আবদুল হালিম শিকদারকে  জামিন দিয়েছেন হাইকোর্ট। 


সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ তাকে চার সপ্তাহের জামিন দেন।


শুনানিতে আইনজীবী মো. মশিউল আলম ছিলেন আসামিপক্ষে। ডেপুর্টি অ্যাটর্নি  জেনারেল এমরান আহমদ ভুঁইয়া ছিলেন রাষ্ট্রপক্ষে। 


গত ৭ ফেব্রুয়ারি নির্যাতনের শিকার এক শিশুর বাবা বাদী হয়ে গোপালদী পৌরসভার মেয়র আবদুল হালিম শিকদারসহ ৪ জনের নাম উল্লেখ করে আড়াইহাজার  থানায় মামলাটি দায়ের করে। 


মামলায় ওই শিশুর বাবা উল্লেখ করেন, ৬ ফেব্রুয়ারি সকাল সোয়া ৮টার দিকে তিনি শুনতে পান গোপালদী পৌরসভার মেয়রের পাওয়ার লুম মেশিনের যন্ত্রাংশ চুরির  সময় তার ছেলে সহ আরো দুই শিশু  ওখানে ছিল । এবং চুরির সাথে  তারা জরিত ছিল। তাই তার ছেলে সহ দুই শিশুকে রামচন্দ্রদী বাজারে দ্বীপকের সেলুনে আটকে নির্যাতন করে। খবর পেয়ে তিনি ও অপর দুই শিশুর অভিভাবকেরা দ্বীপকের সেলুনে যায়। সেখানে গিয়ে তারা দেখে তিন ‍শিশুর মাথার চুল এবড়ো-থেবড়ো করে কাটা ও তাদের হাত রশি দিয়ে বাধাঁ। তাদের মারধর করা হয়েছে। বাজারের অন্যদের সহায়তায় শিশুদের উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব