রাজবাড়ীতে ইয়াবাসহ গ্রেফতার আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ

সম্পাদকীয় 5 months ago প্রচ্ছদ

স্বপন বিশ্বাস, 

রাজবাড়ী থেকে, 

রাজবাড়ীতে ১৫ পিছ ইয়াবাসহ মোঃ রাজন শেখ(৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।


রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ শাহাদাত হোসেন এর নেতৃত্বে বুধবার  (২২মার্চ)  থানা পুলিশ চন্দনী ইউনিয়নের আজোগড়া এলাকার অভিযান পরিচালনা করে বাবলু কুমার দাসের বাড়ির সামনে থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে।


এদিন গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।


গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি হলেন চন্দনী ইউনিয়নের আজোগড়া গ্রামের মৃত গফুর শেখের ছেলে।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব