ভোলা সদরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে ছাই

সম্পাদকীয় 4 months ago প্রচ্ছদ

ভোলা শহরের বাংলা স্কুল মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ফ্যাশন হার্ট নামক ডিপার্টমেন্টাল স্টোরসহ তিনটি দোকান পুড়ে ছাই। এতে প্রায় সোয়া কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিকরা । 


গতকাল রাত সোয়া একটার দিকে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা । এ ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট  এক ঘন্টার চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এরমধ্যে আগুনে পুড়ে গেছে তিনটি দোকান ও দোকানের সকল মালামাল। 


ফ্যাশন হার্ট নামক ডিপার্টমেন্টাল স্টোরসহ বাকি দুটি দোকান হলো, ফ্রিজ এয়ারকন্ডিশন সার্ভিস সেন্টার  ও একটি টেলিভিশন সার্ভিস সেন্টার । 


বিভাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হলো তা সঠিক বলতে না পারলেও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। 

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব