বগুড়া জেলা কাহালু উপজেলার কালাই ইউনিয়নের মাঝপাড়া গ্রামের জায়গা-জমি নিয়ে বিরোধের একসময় কথা কাটাকাটির এক পর্যায়ে দেবর মুকিম (৪৫) ও দেবরের ছেলে রাকিব (১৯) ভাবী আছমা বেগম (৬০) কে কিল-ঘুষি ও ধাক্কা দিলে সে আহত হয়ে পড়ে। পরে তাকে দুপচাঁচিয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত আছমা বেগম কাহালু উপজেলার কালাই ইউনিয়নের মাঝপাড়া গ্রামের আব্দুল হাকিমের স্ত্রী।
শনিবার (১৭ জুন) দুপুরে জায়গা-জমি নিয়ে বিরোধের একসময় কথা কাটাকাটির সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, উপজেলার কালাই মাঝপাড়া গ্রামের মৃতঃ তৈয়ব আলীর পুত্র আব্দুল হাকিম ও মুকিম এর মধ্যে জায়গায় নিয়ে বিরোধ চলছিল। খবর পেয়ে কাহালু থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন ।
কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান জানান, ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করা হয়েছে, এ ঘটনায় থানায় মামলা প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।