আগামী দুই সপ্তাহের মধ্যে ফ্লাইওভারের দেয়াল লিখন- পোস্টার অপসারণের নির্দেশ হাইকোর্টের

সম্পাদকীয় 6 months ago প্রচ্ছদ

রাজধানীর  ফ্লাইওভারের দেয়াল লিখন- পোস্টার অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।  


এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে সোমবার (৬ ফেব্রুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।


রুলে আদালত ফ্লাইওভারগুলোতে দেয়াল লিখন ও পোাস্টার লাগানোর (নিয়ন্ত্রণ) আইন ২০১২ এর ৬ ধারা অনুযায়ী ব্যাবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া আগামী ৭ দিনের মধ্যে একটা মনিটরিং টিম করতে নির্দেশ দেয়া হয়েছে। যে টিম ফ্লাইওভারের দেয়াল ‍লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণ করবে।


আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ।


ঢাকার ফ্লাইওভার সহ বিভিন্ন স্থাপনার দেয়ালে থাকা অবৈধ পোস্টার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে হাইকোর্ট বলেছেন, পোস্টারিং ও অবৈধ দখল নগরকে ক্ষতিগ্রস্থ করছে।


প্রতিটা নাগরিকের খোলা জায়গায় অধিকার আছে উল্লেখ করে আদালত আরও বলেন, পোস্টার লাগিয়ে ফ্লাইওভারের পিলার গুলোর কী অবস্থা বানিয়ে ফেলেছে। প্রতিদিন এগুলোর নিচ দিয়ে যাওয়ার সময় দেখে কী যে কষ্ট লাগে। পেস্টার লাগিয়ে আমাদের শহরটার সৌন্দর্য ধ্বংস করে ফেলছে। এগুলো অপসারণ করতেই হবে।



Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব