রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে ২জন মাদক কারবারি গ্রেফতার

সম্পাদকীয় 2 months ago প্রচ্ছদ

রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে ১২০০ পিস ইয়াবাসহ মো. আব্দুল্লাহ জাবেদ ও মো. হাবিবুর রহমান নামে দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ২ জুন বিকালে নিউমার্কেট থানার ল্যাবরেটরি রোড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা ডেমরা জোনাল টিম।


শনিবার (৩ জুন) গোয়েন্দা ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আজহারুল ইসলাম মুকুল এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, কয়েকজন মাদক কারবারি নিউমার্কেট থানার ল্যাবরেটরি রোড এলাকায় ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে, গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


গোয়েন্দা কর্মকর্তা আরও জানান, গ্রেফতারকৃতরা কক্সবাজার হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করত। তাদের বিরুদ্ধে নিউমার্কেট থানায় মামলা দায়ের করা হয়েছে।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব