স্বপন বিশ্বাস,
রাজবাড়ীঃ
রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ ৩জন ডাকাত সদস্যকে গ্রেফতার ও তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
রাজবাড়ী জেলার পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান নেতৃত্বে বৃহস্পতিবার (২৭এপ্রিল) থানার অফিসার ফোর্সের সদস্যরা গোপন সংবাদের ভিওিতে শরিষা ইউনিয়নের সরকারী বঙ্গবন্ধু কলেজের খেলার মাঠে
অভিযান পরিচালনা করে তিনজন ডাকাত সদস্যকে গ্রেফতার করে। ওইসময় ৬ থেকে ৭ জন ডাকাত সদস্য পালিয়ে যায় বলে জানা যায়।
ওই ঘটনার পারিপার্শিকতায় শোর-চিৎকার শুনিয়া আশপাশের লোকজন আগাইয়া আসিলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীদের দখল হইতে, একটি লোহার তৈরী দেশীয় সক্রিয় একনলা বন্দুক, দুইটি টি নীল রংয়ের তাজা কার্তুজ, তিনটি টি ধারালো ছোরা, একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৭এপ্রিল) গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পাংশা থানার ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (a) (f) ধারায় মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলো, জেলার পাংশা থানার খামারডাঙ্গী গ্রামের লম্বা ছাত্তার এর ছেলে সালমান শাহ (২৯), বিল জোনা গ্রামের মৃত কালিপদ সিংহ এর ছেলে কৃষ্ণ চন্দ্র সিংহ (৫২) ও সুবর্ণখোলা গ্রামের মোঃ আকামত খানের ছেলে মোঃ কাজল খান (৩৬)।
আসামীদের প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।