সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এমএলএসএস পদে অস্থায়ী ভিত্তিতে ৪৮ জনকে নিয়োগ প্রদান

সম্পাদকীয় 3 months ago প্রচ্ছদ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এমএলএসএসের শূন্যপদে দুই বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে ৪৮ জনকে নিয়োগ প্রদান করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। 


এই ৪৮ জন হলেন- মো. রতন মিয়া, ফারজানা আহমেদ, মো. সোহাগ, জাহিদ বখতিয়ার, সাজেদুল ইসলাম, সুশান্ত কুমার চক্রবর্তী, মো. আবির হোসেন, মো. আব্দুল কাদের, মো. আমির হোসেন, শেখ রাব্বি হোসেন, মো. পনিরুল ইসলাম, মো. আল আমিন হোসেন, মো. নাছির উদ্দিন, মো. আমিনুর রহমান, আমেনা আক্তার, ইব্রাহিম আহমেদ, মো. মতিউর রহমান, মো.রাশিদুল ইসলাম, বিবি মরিয়ম, ফারজানা আক্তার সুমি, মো. তারিকুল ইসলাম, আতাউর রহমান রিয়াদ, অলি আহমেদ, সাইমা সুলতানা সম্পা, মো. মেহেদী হাসান, মো. রিফাত হোসেন, উম্মে হাবিবা, মো.মাহবুব আলম, সাগর আহমেদ, মো.ইমরান হোসেন, রুক্ষন নিশা, মো. সবুজ প্রাং, মো.তাজিউল ইসলাম, ছাবিনা খাতুন, হেলেনা খানম, মো. মিরাজ, সুলতানা ইসলাম রুমা, মো.ইমরুজ্জামান, রোকেয়া আক্তার ঝুমা, মো.আসাদুজ্জামান, মো. মোশারফ হোসেন, লিমা ম্রং, মো.হাবিবুর রহমান, শহিদুল ইসলাম, মো. সাব্বির, মো. রাশিদুল ইসলাম, জহিরুল ইসলাম ও নুরজাহান ইসলাম।


গত ২৬ এপ্রিল ৪৮ জনকে এমএলএসএস পদে নিয়োগ দিয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সার্কুলার জারি করা হয়েছে।


বৃহস্পতিবার ৪৮ জন নিয়োগের বিষয়টি সুপ্রিম কোর্ট প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।


হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (সার্বিক ও আদি অধিক্ষেত্র) এ এইচ এম তোয়াহা স্বাক্ষরিত সার্কুলারে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের আগামী ১০ মের মধ্যে হাইকোর্ট বিভাগের, সাধারণ ও সংস্থাপন শাখার কাজে যোগদান করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব