ল নিউজ ২৪.কম: চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য হারুন অর রশীদের দূর্নীতি মামলায় পাঁচ বছর সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। মামলার অপর দুই আসামি ব্যবসায়ী এনায়তেুর রহমান ও গাড়ি ব্যবসায়ী ইশতয়িাক সাদকেরে সাজাও বহাল রখেছেনে।
বৃহস্পতবিার (৯ ডিসেম্বর) বিচারপতি মো: সেলিমের একক হাইকোর্ট বেঞ্চ এ আদশে দেন।
সংসদ সদস্য থাকা অবস্থায় শুল্কমুক্ত গাড়ি এনে তা বিক্রির ঘটনায় হারুন অর রশীদ সহ তিনজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা হয় ২০০৭ সালেে ১৭ মার্চ। মামলার বাদী পুলিশের উপ-পরিদর্শক ইউনুস আলী।