ঢাকার কেরানীগঞ্জের আরশিনগরে সদরুল আলম নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
রোববার (১৩ আগস্ট) দুপুরে আরশিনগর এলাকার একটি ভবনের চতুর্থ তলা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
সদরুল আলম রাজধানীর বাংলামোটরে বেসরকারি প্রতিষ্ঠান 'তাইসি করপোরেশনে' সেলস অ্যান্স সার্ভিস ম্যানেজার হিসেবে চাকরি করতেন। বাসায় একাই থাকতেন। দুই কন্যা সন্তান নিয়ে স্ত্রী থাকতেন রংপুরের গ্রামের বাড়িতে।
স্থানীয়রা জানিয়েছেন, গতরাতে পাশের ভবনের চতুর্থ তলায় চুরির ঘটনা ঘটে। ওই চোর চক্রের সদস্যরাই রাতে ফ্ল্যাটের ভ্যান্টিলেটর দিয়ে ঢুকে সদরুলকে হত্যা করে থাকতে পারে।
এদিকে পুলিশ বলছে, ভেতর থেকে দরজা বন্ধ থাকায় দরজা ভেঙে রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। সংগ্রহ করা হয়েছে সিসি ক্যামেরার ফুটেজও।
আঁটিবাজার পুলিশ ফাঁড়ির এসআই ইমরান হোসেন ঢাকা মেইলকে বলেন, আমরা তার লাশ উদ্ধার করছি। এখনো কাজ চলছে। পরিবার পাশে আছে। কী কারণে এ হত্যাকাÐ আপাতত বলা যাচ্ছে না। তবে বিষয়টি জানার চেষ্টা চলছে।