খাগড়াছড়ির রামগড় বড়ইবাগান এলাকা হতে ৪৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টা দিকে রামগড় ৪৩ বিজিবি বাগানবাজার বিওপিতে কর্মরত হাবিলদার মো. সিরাজুল কবিরের নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মালিকবিহীন ১৪২ বোতল ভারতীয় মদ জব্দ করে। যার বাজারমূল্য ২ লাখ ১৩ হাজার টাকা।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল রেখে পালিয়ে যায়। জব্দ করা মদ পরবর্তীতে ধবংস করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম বলেন, সীমান্তে কোনে ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না। মাদক চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।