রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি

সম্পাদকীয় 1 hour ago প্রচ্ছদ

পন বিশ্বাস, রাজবাড়ীঃ 

রাজবাড়ীর বিভিন্ন থানায় করা ডায়রির ভিত্তিতে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৩৫ টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশ । সেই সাথে প্রকৃত মালিকের নিকট মোবাইল ফোনগুলো  হস্তান্তর করা হয়েছে, ফোন হাতে পেয়ে মহা খুশি মোবাইল ফোন মালিকরা। কেউ কেউ মোবাইল ফেরত পাবার আশা ছেরেই দিয়েছিলেন। একই সাথে বাংলাদেশ পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস বেড়ে গেছে বলে কেউ কেউ জানান।

রবিবার  (২৭আগস্ট)  রাজবাড়ী পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ  সংবাদ সম্মেলন করে প্রকৃত মালিকের হাতে মোবাইল ফোন গুলো  তুলে দেন।

ওইসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড এপস্) রেজাউল করিম,  অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব