২০০৫ সালে নেত্রকোনা উদীচীর কার্যালয়ে বোমা হামলার মামলায় জেএমবির সদস্য ইউনুস আলীর ফাঁসি বহাল রেখেছেন আপিল বিভাগ।
বুধবার (২২ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপির বেঞ্চে এ রায় দেন।
২০০৫ সালের ৮ ডিসেম্বর নেত্রকোনায় উদীচীর কার্যালয় বোমা হামলার ঘটনা ঘটে। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি বিচারিক আদালত এ ঘটনায় করা মামলায় আসাদুজ্জামান পনির, সালাউদ্দিন সোহেল ও ইউনুস আলীর ফাঁসির রায় দেয়।
এ মামলায় অপর আসামি সিদ্দিকুর রহমান বাংলা ভাই ও আতাউর রহমান সানির ফাঁসি কার্যকর হওয়ায় এই দুইজনকে অব্যাহতি দেওয়া হয়।
পরে ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষে ১০১৪ সালের ৩১ জানুয়ারি হাইকোর্ট বিচারিক আদালতের রায় বহাল রাখেন।
হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা।
এর মধ্যে শুনানি শেষে ২০১৬ সালের ২৩ মার্চ সালাউদ্দিন সোহেলের আপিল খারিজ করে ফাঁসি বহাল রাখেন অপিল বিভাগ। পরে এ রায় রিভিউ করেন পনির। সেটিও ২০১৬ সালের ১৪ নভেম্বর খারিজ হয়ে যায়। পরে আনুষ্ঠানিকতা শেষে ২০২১ সালের ১৫ জুলাই গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়েছে।
পনির ময়মনসিংহের ফুলবাড়িয়ার কানাই করস্থানের ফজলুল হক চৌধুরীর ছেলে।