রাজধানীর বনানী থানাধীন টিএনটি এলাকা থেকে কি গ্যাং লিডার সজিব ওরফে কালা সজিবসহ দুর্র্ধষ ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-১। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত ২টি চাকু, ১টি খুর এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— সজিব ওরফে কালা সজিব (২২), ইব্রাহীম (২০) ও ইমন ইসলাম (২১)।
রোববার (১৩ আগস্ট) দুপুরে এ তথ্য জানিয়েছেন র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) পারভেজ রানা।
র্যাবের এই কর্মকর্তা জানান, গতকাল দিবাগত রাত পৌনে একটার দিকে বনানী থানাধীন ৫নং টিএনটি গেইটের মসজিদ এর সামনে একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের কতিপয় সদস্যরা ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছে, এমন তথ্য পাওয়া যায়। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ওই স্থানে অভিযান পরিচালনা করে ছিনতাই চক্রের গ্যাং লিডার সজিব ওরফে কালা সজিব (২২), তার সহযোগী ইব্রাহীম (২০) ও ইমন ইসলামকে (২১) গ্রেফতার করা হয়।
পারভেজ রানা বলেন, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত ২টি চাকু, ১টি খুর এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।