রাজবাড়ীতে গাঁজাসহ ১২মাদক মামলার আসামী বানেরা বেগম গ্রেফতার

সম্পাদকীয় 1 day ago প্রচ্ছদ

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ 

রাজবাড়ীর কালুখালী থানা পুলিশের অভিযানে ১কেজি ৭৫০গ্রাম গাঁজাসহ বারো( ১২) মাদক মামলার আসামী বানেরা বেগম(৪০) গ্রেফতার করা হয়েছে। 

তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মুন্সিগঞ্জ প্রফোর্ড নগর এলাকার মৃত শহিদুল সরদারের স্ত্রী। 

গত শুক্রবার (২৫আগস্ট) গ্রেফতার মাদক ব্যবসায়ি বানেরা বেগমের বিরুদ্ধে কালুখালী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। এছাড়াও  তার বিরুদ্ধে বিভিন্ন থানায় রুজুকৃত বারটি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। 

জেলার কালুখালী থানা পুলিশ গত শুক্রবার (২৫আগস্ট) থানার দূর্গাপুর বাসস্ট্যান্ডে চেকপোষ্ট করে তাকে গ্রেফতার করে। তারপর তাকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব