সুনামগঞ্জের পুকুরে গোসল করতে গিয়ে ভাই-বোনের মৃত্যু

সম্পাদকীয় 1 week ago প্রচ্ছদ

সুনামগঞ্জের জগন্নাতপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে পুকুরে গোসল করতে গিয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) বিকেলে ওই ইউনিয়নের গর্ন্ধবপুর গ্রামের পুকুর থেকে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

রোববার (২০ আগস্ট) সকালে জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন, রানীগঞ্জ ইউনিয়নের গর্ন্ধবপুর গ্রামের নিখিল সরকারের সন্তান প্রীতম সরকার (২) ও নিঝুম সরকার (৪)।

পরিবারের সদস্যরা জানান, শনিবার (১৯ আগস্ট) বিকেলে বড় ভাই ইন্দ্রজিতের সঙ্গে গোসল করতে যায় প্রীতম ও নিঝুম । কিন্তু ইন্দ্রজিৎ গোসল শেষ করে ঘরে ফিরে আসে। পরে ছোট ছেলেকে খুঁজতে যায় মা। এ সময় তিনি পুকুরে প্রীতমের দেহ ভাসতে দেখেন। পরে পুকুরে খুঁজে নিঝুমের মরদেহও পাওয়া যায়। এ সময় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মিজানুর রহমান জানান, শনিবার বিকেলে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব