মিরপুরে সাধারণ মানুষের কাছ থেকে অভিনব উপায়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মুলহোতা জাহিন চৌধুরীকে গ্রেফতার করেছে পিবিআই। বুধবার (৩১ মে) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১ জুন) সকালে পিবিআইয়ের মিডিয়া বিভাগের পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় বিষয়টি জানানো হয়।
এতে জানানো হয়, প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের মুলহোতাকে গ্রেফতার করা হয়েছে। তার নামে অনেকগুলো মামলা রয়েছে। এ ঘটনায় মিরপুর থানায় মামলা হয়েছে।