স্বপন বিশ্বাস,
রাজবাড়ীঃ
রাজবাড়ীতে পুলিশের পৃথক দুটি অভিযানে ইয়াবা, ফেন্সিডিল, ও ট্যাপেন্টাডলসহ মোঃ আশরাফুল মন্ডল(২৫) ও মোঃ ফারুক মন্ডল(৩৪) নামে দুজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০মার্চ) গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কালুখালি থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করাসহ বিজ্ঞ আদালতে তাদেরকে প্রেরণ করা হয়।
রাজবাড়ী জেলার কালুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান এর নেতৃত্বে অফিসার ফোর্সের সদস্যরা বৃহস্পতিবার (৩০মার্চ) থানার দয়রামপুর ও বহরের কালুখালী এলাকায় অভিযান পরিচালনা করে মাদকসহ তাদেরকে গ্রেফতার করে।
ওইসময় মাদক ব্যবসায়ী মোঃ আশরাফুল মন্ডল(২৫) এর কাছ থেকে দুইশত পিস ইয়াবা ট্যাবলেট ও দুই বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং মোঃ ফারুক মন্ডল(৩৪) এর কাছ থেকে এগারো পিছ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জেলার কালুখালী থানার দয়রামপুর গ্রামের মৃত শাহাজাহান মন্ডলের ছেলে মোঃ আশরাফুল মন্ডল(২৫) ও একই থানার বহরের কালুখালী গ্রামের মোঃ আব্দুল এর ছেলে মোঃ ফারুক মন্ডল(৩৪)।