পদ্মা সেতুর প্রকল্পে জাল কাগজে কোটি টাকা লুট :প্রতারক গ্রেফতার

সম্পাদকীয় 1 week ago প্রচ্ছদ

মোঃ বোরহান

শরীয়তপুর প্রতিনিধি, 


মাদারীপুরের শিবচর উপজেলায় পদ্মা সেতুর প্রকল্পে প্রতারণার মাধ্যমে  কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার চক্রের অন্যতম সদস্য হুমায়ুন ঢালীকে গ্রেফতার করা হয়েছে। শরীয়তপুরের জেলায় নিজ বাড়ি থেকে বুধবার (১৬) আগস্ট সকালে তাকে গ্রেফতার করে মাদারীপুর জেলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা।


মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জানান,  জেলা  প্রশাসন কাযালয়ে হুমায়ুনসহ ২০ জনের একটি টিম গড়ে তুলেছে  শক্তিশালী সিন্ডিকেট  এরইমধ্যে দালালদের তালিকা করে তাদের নাম প্রকাশ ও করা হয়েছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে অসাহয় মানুষকে বেকায়দায় ফেলে হাতিয়ে নেয় ক্ষতি পুরণের জন্য কোটি কোটি টাকা। প্রতারক চক্রের বাকি সদস্যদের ধরতে কাজ চলছে বলে জানিয়েছে ।


অনুসন্ধানে জানা যায়,  পাঁচ বছর আগে ও জাজিরা, কাজির হাট সহ কয়েকটি হাটে ছাগল বিক্রির দালালির পাশাপাশি জমিতে ট্রাকের  চালিয়ে  হাল চাষ করতেন হুমায়ুন ঢালী। দরিদ্র পরিবারের সন্তান  হুমায়ুন ঢালী একসময় নিজের ভিটেমাটি ছাড়া আর কোন জমি ছিল না। গত কয়েক বছরে তিনি হয়েছে কোটি কোটি টাকা সম্পত্তির মালিক। মাত্র  কয়েক  বছরে  আগুুল ফুলে কলাগাছে হওয়ার  হুমায়ুন দৈনিক বাজারে এলাকায় পাঁচতলায় বিশিষ্ট একটি ভবন  নিমাণন করেছে  এছাড়া ব্যাংকে কোটি  কোটি টাকা রয়েছে বলেও অভিযোগ রয়েছে।


Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব