রাজবাড়ীতে ফেনসিডিল নিয়ে গ্রেপ্তার স্বামী-স্ত্রী সহ তিনজনের বিরুদ্ধে মামলা রুজু

সম্পাদকীয় 3 weeks ago প্রচ্ছদ

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ

রাজবাড়ীতে স্বামী-স্ত্রী সহ তিনজনকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। সেই সাথে তাদের কাছ থেকে ২লক্ষ ১৬ হাজার টাকার ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।


বুধবার( ২ আগষ্ট)  গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কালুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।


গ্রেফতারকৃতরা হল জেলার কালুখালী থানার বোয়ালিয়া গ্রামের মৃত শামছুল মন্ডলের ছেলে মোঃ রফিকুল ইসলাম (যাদু মন্ডল)(৫২), ও তার স্ত্রী মোছাঃ সেলিনা বেগম(৩৫), একই গ্রামের হবিবর মন্ডলের ছেলে মোঃ সজিব মন্ডল(২১)।


কালুখালী থানা পুলিশ গতকাল বোয়ালিয়ার আসামিদের বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। 

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব