ল নিউজ ২৪ ডট কম: সারাদেশের অধস্তন আদালত সমূহে ২০২২ সালের প্রথম ছয় মাসে মামলা দায়েরের তুলনায় নিস্পত্তি হয়েছে গড়ে প্রায় ৯২ শতাংশ।
সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানা যায়। অধস্তন আদালতের প্রতিবেদন হতে জানা যায় চলতি বছর জানুযারী থেকে জুন পর্যন্ত আটটি বিভাগে মামল্ দায়ের হয়েছে ৭ লাখ ৪৭ হাজার ৪৭৬ টি । এর মধ্যে নিস্পত্তি হয়েছে ৬ লাখ ৮৬ হাজার ৯৫২ টি।