রাজবাড়ীতে ছাত্রীর নগ্ন ছবি ও ভিডিও ধারনকারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি মামলা

সম্পাদকীয় 3 months ago প্রচ্ছদ

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ

রাজবাড়ীতে ৭ম শ্রেনীর ছাত্রীর গোসলের ছবি ও ভিডিও গোপনে মোবাইল ফোনে ধারনকারী  কু প্রস্তাবকারীকে গত রাতে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ( ৯মে) আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।


ঘটনাটি ঘটেছে  সদর উপজেলায়,  কু-প্রস্তাবকারী হল সদর উপজেলার রামকান্তপুর চর পাড়ার মোঃ শাজাহান মোল্লার ছেলে মোঃ সাজেদুল ইসলাম সাচ্চু মোল্লা(২৬)।


একই গ্রামের ৭ম শ্রেনীর ওই ছাত্রীর নগ্ন ছবি ও ভিডিও ধারন করিয়া কু-প্রস্তাব দেয়। তাতে ছাত্রী রাজি না হলে তার নগ্ন ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করিয়া দেবে বলে হুমকী দেয়।


এরপর ছাত্রীর মা-বাবা বিষয়টি জানতে পেরে আসামীর বিরুদ্ধে সদর থানায় অভিযোগ দায়ের করিলে অত্র থানায় একটি পর্নোগ্রাফি মামলা রুজু করা হয়।


রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন এর কাছে জানতে চাইলে তিনি জানান এসআই(নিঃ) মোঃ মাহবুব হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামীকে গত রাতে গ্রেফতার করা হয়। 


Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব