ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একাধিক মাদক মামলার আসামি মো. মনজু মিয়াকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১২ আগস্ট) ভোরে বিজয়নগর থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।
বিজয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. মনজু মিয়া উপজেলার চান্দুরা ইউনিয়নের জালালপুর গ্রামের মৃত জব্বার আলীর ছেলে।
এসআই শরিফুল ইসলাম জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মনজুকে শনিবার ভোরে উপজেলার বুধন্তী থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।