ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার

সম্পাদকীয় 2 weeks ago প্রচ্ছদ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একাধিক মাদক মামলার আসামি মো. মনজু মিয়াকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।


শনিবার (১২ আগস্ট) ভোরে বিজয়নগর থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।


বিজয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


মো. মনজু মিয়া উপজেলার চান্দুরা ইউনিয়নের জালালপুর গ্রামের মৃত জব্বার আলীর ছেলে।


এসআই শরিফুল ইসলাম জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মনজুকে শনিবার ভোরে উপজেলার বুধন্তী থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব